Details
অদ্য ২৭ শে ফেব্রুয়ারী ২০২৩ খ্রি. তারিখে পরিবেশ অধিদপ্তর, রংপুর জেলা কার্যালয় ও উপজেলা প্রশাসন, মিঠাপুকুর, রংপুর এর যৌথ উদ্যোগে রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার সঠিবাড়ী বাজারের সুপারিপট্টিতে নিষিদ্ধ ঘোষিত অবৈধ পলিথিন বাজারজাত করার অপরাধে ০৩ টি দোকানের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় মেসার্স মিঠু স্টোর নামক দোকানের মালিক কে ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা, মেসার্স নুর স্টোর নামক দোকানের মালিক কে ৫০,০০০/-(পঞ্চাশ হাজার) টাকা এবং নাম বিহীন ০১ টি দোকানের মালিক কে ১৫,০০০/-(পনেরো হাজার) টাকা সহ মোট ৯৫,০০০/-(পঁচানব্বই হাজার) টাকা জরিমানা ধার্য্যপূর্বক আদায় করা হয় এবং অবৈধভাবে নিষিদ্ধ ঘোষিত অবৈধ পলিথিন বাজারজাত না করার জন্য মালিকদের কে নিষেধ করা হয়। উপজেলা প্রশাসন, মিঠাপুকুর, রংপুর এর বিজ্ঞ সহকারী কমিশনার (ভূমি) জনাব মোঃ রুহুল আমীন অভিযানে নেতৃত্ব প্রদান করেন এবং পরিবেশ অধিদপ্তর, রংপুর জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব মনোয়ারুল ইসলাম প্রসিকিটর হিসেবে দায়িত্ব পালন করেন। পুলিশ বিভাগ, মিঠাপুকুর, রংপুর এর একদল সদস্য অভিযান পরিচালনায় সহযোগিতা করেন। পরিবেশ অধিদপ্তর, রংপুর জেলা কার্যালয়ের পক্ষ থেকে এ ধরণের অভিযান অব্যহত থাকবে।