Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
Bb
Details
অদ্য ২৬ শে ফেব্রুয়ারী ২০২৩ খ্রি. তারিখে পরিবেশ অধিদপ্তর, রংপুর জেলা কার্যালয় ও জেলা প্রশাসন, রংপুর এর যৌথ উদ্যোগে রংপুর জেলার তারাগঞ্জ উপজেলায় অবস্থিত ০২ টি ইটভাটার বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ লঙ্ঘনের অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় মেসার্স টিবিএল নামক ইটভাটাকে ৩,০০,০০০/-(তিন লক্ষ) এবং এসসিবি ব্রিকস নামক ইটভাটাকে ২,০০,০০০/-(দুই লক্ষ) টাকা অর্থাৎ ইটভাটাদ্বয়ের মালিককে মোট ৫,০০,০০০/-(পাঁচ লক্ষ) টাকা জরিমানা ধার্য্যপূর্বক আদায় করা হয়। পরিবেশ অধিদপ্তর, রংপুর বিভাগীয় কার্যালয়ের পরিচালক ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব সৈয়দ ফরহাদ হোসেন মহোদয় এবং জেলা প্রশাসন, রংপুর এর বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহমুদুল ইসলাম অভিযানে নেতৃত্ব প্রদান করেন এবং পরিবেশ অধিদপ্তর, রংপুর জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব মনোয়ারুল ইসলাম প্রসিকিটর হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও পরিবেশ অধিদপ্তর, রংপুর জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট জনাব ইব্রাহিম হোসেন এবং পরিবেশ অধিদপ্তর, রংপুর বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ হাসান ই মোবারক উক্ত অভিযানে উপস্থিত ছিলেন। পুলিশ বিভাগ, রংপুর ও তারাগঞ্জ এবং ফায়ার সার্ভিস, তারাগঞ্জ, রংপুর এর একদল সদস্য অভিযান পরিচালনায় সহযোগিতা করেন। পরিবেশ অধিদপ্তর, রংপুর জেলা কার্যালয়ের পক্ষ থেকে এ ধরণের অভিযান অব্যহত থাকবে।
Images
Attachments
Publish Date
26/02/2023
Archieve Date
26/03/2023