Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
Mobile court operation against stockpiling and selling banned polythene shopping bags
Details

১৩ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে পরিবেশ অধিদপ্তর, রংপুর জেলা কার্যালয় ও তারাগঞ্জ উপজেলা প্রশাসন এর উদ্যোগে রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার তারাগঞ্জ বাজারে অপর একটি অভিযানে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ মজুদ ও বিক্রয় করার অপরাধে মেসার্স কেরামত স্টোরের মালিক মোঃ কেরামত আলীকে ৩,০০০/- (তিন হাজার) টাকা এবং মেসার্স আশু স্টোরের মালিক মোঃ মানিককে ২,০০০/- (দুই হাজার) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করাসহ মোট ৫৫ (পঞ্চান্ন) কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়। অবৈধ পলিথিন শপিং ব্যাগ মজুদ ও বিক্রয় না করার জন্য দোকান মালিকদের সতর্ক করা হয় ও সচেতনতার জন্য অন্যান্য দোকানদারসহ সকলের মাঝে লিফলেট বিতরণ করা হয়। তারাগঞ্জ থানার একদল পুলিশ সদস্য অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।উক্ত অভিযানে তারাগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ জিন্নাতুল ইসলাম অভিযানে নেতৃত্ব প্রদান করেন এবং পরিবেশ অধিদপ্তর, রংপুর জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ মাসউদুর রাহমান প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। এসময় পরিবেশ অধিদপ্তর, রংপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কমল কুমার বর্মন উপস্থিত ছিলেন।

Images
Attachments
Publish Date
23/02/2025
Archieve Date
13/03/2025