২৬ জানুয়ারি ২০২৫ খ্রি. তারিখে পরিবেশ অধিদপ্তর, রংপুর জেলা কার্যালয় এর উদ্যোগে রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার পদাবাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ মজুদ ও বিক্রয়ের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মেসার্স হাবিব স্টোর নামক দোকান হতে ৩৭৭ (তিনশত সাতাত্তর) কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়। অভিযানে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ মজুদ ও বিক্রয়ের অপরাধে মেসার্স হাবিব স্টোর নামক দোকানের মালিক মোঃ হাবিবকে ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয় এবং নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ মজুদ ও বিক্রয় না করার জন্য সতর্ক করা হয়। রংপুর জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল কাইয়ুম খান উক্ত অভিযানে নেতৃত্ব প্রদান করেন এবং জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মোঃ মাসউদুর রহমান প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন। এসময় জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক কমল কুমার বর্মন উপস্থিত ছিলেন। রংপুর পুলিশ লাইনের একদল পুলিশ সদস্য অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।অবৈধ পলিথিন শপিং ব্যাগ মজুদ ও বিক্রয় না করার জন্য অন্যান্য দোকান মালিকদের সতর্ক করা হয় এবং সচেতনতার জন্য দোকানদারদের মাঝে লিফলেট বিতরণ করা হয়। অবৈধ পলিথিন শপিং ব্যাগ মজুদ ও বিক্রয়ের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর, রংপুর জেলা কার্যালয়ের পক্ষ হতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS