অদ্য ২৪/০৩/২০২৫ খ্রি: তারিখে পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তর, ঢাকায় মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং-এ কর্মরত বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব আব্দুল্লাহ আল মামুন –এর নেতৃত্বে রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার মোট ০৬টি অবৈধ ইটভাটার বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুসারে ভ্রাম্যমান অভিযান পরিচালনা করে মোট ২৪,০০,০০০/-(চব্বিশ লক্ষ) টাকা ধার্যপূর্বক আদায় করা হয়। পরিবেশ অধিদপ্তর, রংপুর জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ মাসউদুর রাহমান প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। এসময় পরিবেশ অধিদপ্তর, রংপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কমল কুমার বর্মন উপস্থিত ছিলেন। অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষায় রংপুর জেলা পুলিশ, র্যাব-১৩ ও ফায়ার সার্ভিস সার্বক্ষনিক সহায়তা প্রদান করেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS