অদ্য ৩০/০৪/২০২৫ খ্রি: তারিখে শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদ্বারিত্বমূলক প্রকল্প" এর আওতায় পরিবেশ অধিদপ্তর, রংপুর জেলা কার্যালয় ও জেলা প্রশাসন, রংপুর এর যৌথ উদ্যোগে রংপুর জেলার সদর উপজেলার আর কে রোড নামক স্থানে অনুমোদিত শব্দের অতিরিক্ত মানমাত্রার হর্ণ ব্যবহারের অভিযোগে ০৪ টি বাস ও ০৩ টি ট্রাকসহ মোট ০৭ টি পরিবহণ মালিককে মোট ৬,০০০/-(ছয় হাজার) টাকা জরিমানা ধার্য্যপূর্বক আদায় করা হয় ও ১৩ টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয় এবং অনুমোদিত শব্দের অতিরিক্ত মানমাত্রার শব্দ সৃষ্টিকারী হর্ণ ব্যবহার না করার নির্দেশনা প্রদান হয়। জেলা প্রশাসন, রংপুর এর বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাবা ইশরাত জাহান মিশু অভিযানে নেতৃত্ব প্রদান করেন এবং পরিবেশ অধিদপ্তর, রংপুর জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব মোঃ মাসউদুর রহমান প্রসিকিটর হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও পরিবেশ অধিদপ্তর, রংপুর জেলা কার্যালয়ের নমুনা সংগ্রহকারী জনাব মো: সাইফুল ইসলাম উক্ত অভিযানে টেকনিশিয়ান হিসেবে দায়িত্ব পালন করেন। পুলিশ বিভাগ, রংপুর এর একদল সদস্য অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস