বিশ্ব পরিবেশ দিবস, ২০২৫ উদযাপন উপলক্ষ্য পরিবেশ অধিদপ্তর, রংপুর বিভাগ ও জেলা কার্যালয়ের আয়োজনে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালী ও আলোচনা সভায় বিভিন্ন সরকারি সংস্থা, এনজিও প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন। র্যালী এবং আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আবু জাফর, পরিচালক, (যুগ্মসচিব) স্থানীয় সরকার, বিভাগীয় কমিশনারের কার্যালয়, রংপুর। স্বাগত বক্তব্য দিয়ে আলোচনা পর্ব শুরু করে জবাব নুর আলম, পরিচালক, পরিবেশ অধিদপ্তর, রংপুর বিভাগীয় কার্যালয়, রংপুর। আলোচনা শেষে জেলা পর্যায়ে অনুষ্ঠিত রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস