অদ্য ৩০/০৬/২০২৫ খ্রি: তারিখে পরিবেশ অধিদপ্তর, রংপুর জেলা কার্যালয় ও জেলা প্রশাসন, রংপুর এর যৌথ উদ্যোগে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ বন্ধে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব ইশরাত জাহান মিশু মহোদয়ের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করা হয়। পরিচালিত অভিযানের তথ্য নিম্নে উপস্থাপন করা হলোঃ
ক্র: নং |
অভিযানের তারিখ |
অভিযানের স্থান |
অভিযানের সংখ্যা |
মামলার সংখ্যা |
জরিমানা |
|
জব্দকৃত পলিথিনের পরিমাণ |
জরিমানার পরিমাণ |
|||||
১. |
৩০ জুন, ২০২৫
|
আল্লাহর দান ভ্যারাইটিজজ স্টোর চেকপোস্ট, সদর রংপুর |
১টি |
১টি |
১.৩০০ কেজি |
৫০০/- |
নাকিব স্টোর চেকপোস্ট, সদর রংপুর |
১টি |
১টি |
৮০০ গ্রাম |
১,০০০/- |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস