অদ্য ১৯/০৫/২০২৫ খ্রি: তারিখে পরিবেশ অধিদপ্তর, রংপুর জেলা কার্যালয় ও জেলা প্রশাসন, রংপুর এর যৌথ উদ্যোগে রংপুর জেলার পীরগাছা উপজেলার অবৈধ ইটভাটার বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুসারে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পীরগাছা উপজেলার সাতদরগা, বামনসরদার এলাকায় অবস্থিত অবৈধভাবে পরিচালিত মেসার্স শিল্পী এন্টারপ্রাইজ নামক ইটভাটার চিমনী ও কিলন ভেঙ্গে দেয়া হয়েছে। জেলা প্রশাসন, রংপুর এর বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব তমাল আজাদ অভিযানে নেতৃত্ব প্রদান করেন এবং পরিবেশ অধিদপ্তর, রংপুর জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ মাসউদুর রাহমান প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। এসময় পরিবেশ অধিদপ্তর, রংপুর জেলা কার্যালয়ের উপপরিচালক জনাব মোঃ আঃ সালাম সরকার ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষায় রংপুর জেলা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত থেকে সহায়তা প্রদান করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস